Thursday, February 21, 2008

মেঘ ও বাতাস

অসীম আকাশে বাধাহীন উড়ে চলেছে
এক টুকরো মেঘ।

এক ঝটকা বাতাস এসে মেঘকে আলিঙ্গনে
বাঁধতে চায়-
সে মেঘকে ভালোবাসার কথা বলে;
গান শোনায়।

বাতাসের গান শুনে মেঘ মিটিমিটি হাসে
কিছুই বলে না,

অথচ মেঘের সঙ্গ ছাড়ে না বাতাস,
বার বার ছুটে মেঘকে ছুঁতে চায়;

এক সময় বাতাসের আলিঙ্গনে বাঁধা পড়ে মেঘ
ভাবে-
এক সাথেই এবার যাওয়া যাবে না হয়
অনেকটা পথ।

আচমকা মেঘের সঙ্গ ছেড়ে অজানা টানে বাতাস
হারিয়ে যায়,

বাতাসের বিরহে মেঘ কাঁদে
আকুল হয়ে-
বিরহের জলধারা তার ঝরে পড়ে এক এক করে
তপ্ত পৃথিবীর বুকে।

1 comment:

Unknown said...

ভাল হয়েছে। কিপ ইট আপ!