আত্মনিমগ্ন আমি,রেখে যাবো শুধুই চোখের জল। নিজ
চোখে নয়, অন্য কোন চোখে। স্মৃতিহারা স্মৃতি মনে
করে
যে চোখের জল ঝরবে একান্তই গোপনে;
জানবে না, বুঝবে না কেউ, শুধু জানবো এই আমি।
ব্যথার পরশ বুলিয়ে পরশ মাখাবো তার মৃদু চঞ্চলা
নয়নে, অস্পৃশ্য হেসে মুছিয়ে দেবো তার চোখের নোনা
জল - সম্বলহীন মনের অবলম্বন হবে আমার জল।
তার ব্যথার স্রোত তার অঙ্গ স্পর্শ করবে না,
স্পর্শ পাবে শুধই তার মন... তাই রেখে যাবো
জল, নিজ চোখে নয়, হয়তো অন্য কোন চোখে।।
Thursday, February 21, 2008
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
রেখে যাব তার চোখে জল....
Post a Comment