Thursday, February 21, 2008

রেখে যাবো অন্য চোখে জল

আত্মনিমগ্ন আমি,রেখে যাবো শুধুই চোখের জল। নিজ
চোখে নয়, অন্য কোন চোখে। স্মৃতিহারা স্মৃতি মনে
করে
যে চোখের জল ঝরবে একান্তই গোপনে;
জানবে না, বুঝবে না কেউ, শুধু জানবো এই আমি।

ব্যথার পরশ বুলিয়ে পরশ মাখাবো তার মৃদু চঞ্চলা
নয়নে, অস্পৃশ্য হেসে মুছিয়ে দেবো তার চোখের নোনা
জল - সম্বলহীন মনের অবলম্বন হবে আমার জল।

তার ব্যথার স্রোত তার অঙ্গ স্পর্শ করবে না,
স্পর্শ পাবে শুধই তার মন... তাই রেখে যাবো
জল, নিজ চোখে নয়, হয়তো অন্য কোন চোখে।।

1 comment:

Unknown said...

রেখে যাব তার চোখে জল....